Header Ads

Header ADS

ডিজিটাল লার্নিং পেন ও ম্যাজিক বুকস।


গতকাল ২১শে ফেব্রুয়ারি বুধবার "পাঠশালা" দোকানে দেখা গেছে ছোটদের বিভিন্ন রকম গল্পের বই ক্রেতাদের কাছে প্রাধান্য পেয়েছে। এছাড়াও দোকান  আছে বিভিন্ন লেখকের নতুন ও জনপ্রিয় বই এবং শিশুদের জন্য ডিজিটাল লার্নিং পেন ও ম্যাজিক বুকস। 

 পাঠশালা" এর পরিচালক  রায় অর্ক  জানান, এই দোকানে বিক্রিত বইয়ের লাভের সম্পূর্ণ টাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে।  শহরের চেলোপারা চাষীবাজার সংলগ্ন  শিশুপার্ক এ সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হয়। 

এখানে মোট ৩৯ জন শিশু আছে,  এই টাকাগুলো তাদের জন্য ব্যয় করা হবে। আসুন আমাদের দোকানে। বই দেখুন, বই কিনুন। আমাদের দোকানে থাকছে সব ধরনের বই। আপনার কিনা বইয়ের টাকায় হাসি ফুটবে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে।

No comments

Powered by Blogger.