পাঠশালা" এর পরিচালক রায় অর্ক জানান, এই দোকানে বিক্রিত বইয়ের লাভের সম্পূর্ণ টাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করা হবে। শহরের চেলোপারা চাষীবাজার সংলগ্ন শিশুপার্ক এ সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হয়।
এখানে মোট ৩৯ জন শিশু আছে, এই টাকাগুলো তাদের জন্য ব্যয় করা হবে। আসুন আমাদের দোকানে। বই দেখুন, বই কিনুন। আমাদের দোকানে থাকছে সব ধরনের বই। আপনার কিনা বইয়ের টাকায় হাসি ফুটবে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments